Collection Sonu Nigam
Toke Niye Bachbo Ami Lyrics | তোকে নিয়ে বাঁচবো আমি | Sonu Nigam | Bandhan Lyrics
LyricsForest 1472
Toke Niye Bachbo Ami Lyrics | তোকে নিয়ে বাঁচবো আমি | Sonu Nigam | Bandhan lyrics (Primary language)
তোকে নিয়ে বাঁচবো আমি
সোনা রে সারা জীবন
কত আশা তোকে ঘিরে
করে যায় আমার এই মন
ও ড্যাডি ইউ আর মাই লাভ
হো ওওও
ও ড্যাডি ইউ আর মাই লাভ
ওওওও
ও ড্যাডি ইউ আর মাই লাভ
হো ও ও ও
ও ড্যাডি ইউ আর মাই লাভ
হো ও ও ও
তোকে নিয়ে বাঁচবো আমি
সোনারে সারা জীবন
কত আশা তোকে ঘিরে
করে যায় আমার এই মন
তোর হাঁসি তে যায় রে মুছে
জীবনের সব বেদনা
মায়ের আদর বাবার স্নেহ
সব ই তোকে দেব সোনা
ড্যাডি তুমি বন্ধু আমার
দুজনে মিলেমিশে
কত মজা কত খেলায়
দিন কাটাই ভালবেসে
ও সোনা ইউ আর মাই লাভ
হো ও ও ও
ও সোনা ইউ আর মাই লাভ
হো ও ও ও
ও সোনা ইউ আর মাই লাভ
হো ও ও ও
হো সোনা ইউ আর মাই লাভ
হো ও ও ও
যখন আমি বড়ো হবো
আমি হবো তোমার মতো
সত্যি হবে আমায় নিয়ে
তোমার আছে স্বপ্ন যত
সোনা রে তোর মনের কথা
শুনে প্রাণ ভরে যায়
বুকে ধরে আদর করি
আই রে তুই কাছে আয়
ও ড্যাডি ইউ আর মাই লাভ
হো ও ও ও
ও ড্যাডি ইউ আর মাই লাভ
হো ও ও ও
তোকে নিয়ে বাঁচবো আমি
সোনা রে সারা জীবন
কত আশা তোকে ঘিরে
করে যায় আমার এ মন
ও ড্যাডি ইউ আর মাই লাভ
হো ও ও ও
ও সোনা ইউ আর মাই লাভ
হো ও ও ও
ও সোনা ইউ আর মাই লাভ
হো ও ও ও
ও সোনা ইউ আর মাই লাভ
Toke Niye Bachbo Ami Lyrics | তোকে নিয়ে বাঁচবো আমি | Sonu Nigam | Bandhan lyrics in English